Solution
Correct Answer: Option C
- ডিজিটাল ভিডিও ডিস্ক (Digital Video Disc) বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc) হচ্ছে এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক তথ্য রাখার ফরম্যাট।
- ডিভিডিতে তথ্য ধারণক্ষমতা সিডি এর চেয়ে প্রায় পঁচিশগুণ বেশি।
- ডিভিডি এর ধারণক্ষমতা ৪ থেকে ১৭ গিগাবাইট পর্যন্ত। শব্দ, ছবি এবং কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ডিভিডি হলো এক বৈপ্লবিক অগ্রগতি। সিডি এবং ডিভিডি ডিস্ক দুইটি সমান। ১.২ মিলিমিটার পুরু হলেও সিডিতে তথ্য ধারণের জন্য রয়েছে একটিমাত্র ভিত্তিস্তর অথচ ডিভিডিতে রয়েছে ০.৬ মিলিমিটার পুরু দুটি ভিত্তিস্তর।