- যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটিমাত্র আউটপুট প্রদান করে এবং যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট (Logic gate) বলে।
- লজিক গেইট দুই প্রকার। যথাঃ
১) মৌলিক গেইট
২) যৌগিক গেইট
মৌলিক গেইট আবার ৩ প্রকার। যথাঃ
ক) অ্যান্ড গেইট (AND Gate)
খ) অর গেইট (OR Gate)
গ) নট গেইট (NOT Gate)
- NOT গেইটের ইনপুট এবং আউটপুট লাইন সমান সংযুক্ত থাকে।
- NOT গেইটটি একটি ইনপুট এবং একটি আউটপুট লাইন থাকে।
- ইনপুট লাইনের মান যেকোনো হতে পারে, কিন্তু আউটপুট লাইনের মান সর্বদা ইনপুট লাইনের মানটির বিপরীত হয়।