WWW, HTML, DVD, iPod ইত্যাদি কোন প্রজন্মের উপাদান?
Solution
Correct Answer: Option D
কম্পিউটার আবিস্কার হওয়ার পর থেকে এর প্রযুক্তিগত উন্নতি ,কাজের গতি এবং আকৃতিগত পরিবর্তন বা বিবর্তন ঘটতে থাকে। এ বিবর্তন ও বিকাশের এক একটি ধাপকে প্রজন্ম বলে .
- ১৯৭১ সাল থেকে চতুর্থ প্রজন্মের শুরু বলে ধরা হয় ।
- Very Large Scale Integration (VLSI) ,Microprocessor ও Semi-Conductor Memory দিয়ে এ প্রজন্মের কম্পিউটার তৈরি করা হয় ।
- এ প্রজন্মের জনপ্রিয় আবিস্কার WWW, HTML, DVD ও ipod.