ইন্ডাস্ট্রি 4.0-এ রোবটের একটি প্রয়োগ কোনটি?

A অটোমেটেড অ্যাসেম্বলি/পিক-অ্যান্ড-প্লেস

B ডিএনএস রেকর্ড এডিট

C ইমেল ফিল্টারিং

D ডেটা এনক্রিপশন কী ম্যানেজ

Solution

Correct Answer: Option A

রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে ঠিক সেই ভাবেই কাজ করতে পারে।
-জটিল সার্জারি চিকিৎসায় ব্যবহৃত হয় রোবট।
-ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে ব্যবহৃত হয়  'বায়মেট্রিক্স প্রযুক্ত'।
-নতুন জাতের বীজ উৎপাদনে ব্যবহৃত হয়  ইঞ্জিনিয়ারিং ।
-টেনিস বলের আকৃতি তৈরিতে ব্যবহৃত হয় ন্যানো প্রযুক্তি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions