ডেটাবেজে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কী হয়?
A ইনডেক্স ফাইল আপডেট হয়
B নতুন করে ইনডেক্স করতে হয়
C সর্ট করা ফাইল আপডেট হয়
D রেকর্ডগুলোর অ্যাড্রেস সাজানো হয়
Solution
Correct Answer: Option A
- ইনডেক্সিং হলো মূল টেবিল অপরিবর্তিত রেখে এক বা একাধিক ফিল্ড অনুসারে রেকর্ডগুলোর সাজানোর প্রক্রিয়া।
- কোনো ফাইলের ডেটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো।
ইনডেক্সিং এর সুবিধা:
১. ডেটাবেজের উপর ইনডেক্স করা থাকলে সহজে তথ্য খোঁজে বের করা যায়।
২. ইনডেক্স করার পর নতুন করে ডেটা ইনপুট করলে স্বয়ংক্রিয়ভাবে ইনডেক্স ফাইল আপডেট হয়।
৩. কাজের গতি বৃদ্ধি পায়।
৪. সার্চিং ও কুয়েরি করার কাজ দ্রুত করার জন্য ইনডেক্স করা হয়।
৫. মাস্টার ফাইলে ডেটাগুলো অপরিবর্তিত থাকে।