He was killed ____ the robber ____ hatchet.
Solution
Correct Answer: Option A
• Kill by somebody অর্থ কারো কর্তৃক হত্যা করা আর kill with something অর্থ কোনোকিছু দিয়ে হত্যা করা।
• সুতরাং শূন্যস্থানে by, with বসিয়ে বাক্যটির বাংলা: ডাকাত কর্তৃক তাকে কুঠার দিয়ে হত্যা করা হলো।