ডাটাবেজের যে ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ড শনাক্ত করা হয় তাকে কী বলে?
Solution
Correct Answer: Option C
- ডেটাবেজ টেবিলে প্রতিটি রেকর্ডকে স্বতন্ত্রভাবে শনাক্ত করার জন্য যে বিশেষ ফিল্ড ব্যবহার করা হয়, তাকে "কী ফিল্ড" (Key Field) বা প্রাইমারি কী (Primary Key) বলা হয়।
- এই ফিল্ডের মান প্রতিটি রেকর্ডের জন্য অদ্বিতীয় (unique) হয়, যার ফলে একটি নির্দিষ্ট রেকর্ড সহজেই খুঁজে বের করা যায় এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়।