How do commercial banks create money ? 

A  by cashing cheques for their customers 

B  by increasing their reserves at the central bank 

C  by charging customers for banking services 

D  by making loans to customers 

Solution

Correct Answer: Option D

Solution: 

 বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট হতে নগদ অর্থ জমা রাখে । নগদ অর্থ জমা রাখার মাধ্যমে যে আমানত সৃষ্টি হয় তাকে 

প্রাথমিক বা প্রকৃত আমনত বেল । বাণিজ্যিক ব্যাংক তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ করে যে, আমানকারীরা তাদের 

জমাকৃত অর্থ একসঙ্গে ফেরৎ চায় না । আমানতকারীরা তাদের জমাকৃত অর্থের অংশবিশেষ যে কোন সময়ে উত্তোলন করতে 

পারে । তাই আমানতকারীদের জন্য মোট আমানতের কিছু অংশ রিজার্ভ রেখে বাকী অর্থ ঋণ প্রদান করে ব্যাংক লাভবান হতে 

পারে । তবে বাণিজ্যিক ব্যাংক সরাসরি অর্থ ঋণ প্রদান করেনা । সে ঋণ গ্রহীতার নামে একটি একাউন্ট খোলা এবং ঋণ গ্রহীতাকে চেকের মাধ্যমে উক্ত 

অর্থ উত্তোলনের অধিকার দেয়া হয় । এভাবে প্রাথমিক আমানত হতে পরবর্তিতে যে আমানত বা ঋণ সৃষ্টি হয় তাকে সৃষ্ট আমানত বা ঋণ বলা হয় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions