কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কী বলা হয়?
A Error
B Bug
C Glitch
D Virus
Solution
Correct Answer: Option B
- কম্পিউটার প্রোগ্রামিং-এ কোনো ভুল বা ত্রুটিকে সাধারণত "বাগ" (Bug) বলা হয়।
- এই ত্রুটির কারণে প্রোগ্রামটি অপ্রত্যাশিত ফলাফল দিতে পারে বা ক্র্যাশ করতে পারে।
- প্রোগ্রামের এই বাগ খুঁজে বের করে সমাধান করার প্রক্রিয়াকে "ডিবাগিং" (Debugging) বলা হয়।