Solution
Correct Answer: Option B
মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- OneDrive হলো Microsoft ক্লাউড পরিষেবা যা ২০০৭ সালে বাজারে আসে। এটি নিবন্ধিত ব্যবহারকারীদের ফাইল সংরক্ষণের অনুমতি দেয়।
• প্রতিষ্ঠাকাল: ১৯৭৫
• প্রতিষ্ঠাতা: বিল গেটস ও পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
• সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন
• প্রথম গুরুত্বপূর্ণ প্রোডাক্ট: MS-DOS (Microsoft Disk Operating System)
• বর্তমান CEO: সত্য নাদেলা
• ক্লাউড স্টোরেজ: OneDrive (ব্যবহারকারীদের সকল ফাইল একত্রিত ও সিঙ্ক করে রাখে।
• ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম: Azure
• সার্চ ইঞ্জিন: Bing