‘Onedrive’ কী?

A ডিজিটাল মিউজিক সার্ভিস

B ক্লাউড সেবাদাতা

C গাড়ি চালানোর AI

D ক্রিপ্টোগ্রাফি সিস্টেম

Solution

Correct Answer: Option B

- ওয়ান ড্রাইভ প্রথম প্রকাশ করা হয় আমেরিকাতে এবং এই এ্যাপ্লিকেশনটি ১আগস্ট,২০০৭ সালে অনলাইন এ প্রকাশ করা হয়।
- এই এ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ওয়িনডোজ তৈরী খ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- Onedrive মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং সেবা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions