B2C এর পূর্ণরূপ কী?

A Business to Company

B Business to Consumer

C Business to Customer

D Buyer to Consumer

Solution

Correct Answer: Option B

- B2C হলো একটি ব্যবসায়িক মডেল যার পূর্ণরূপ হলো 'Business to Consumer'
- এই প্রক্রিয়ায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে।
- এতে কোনো পাইকারি বিক্রেতা বা মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হয় না, ফলে লেনদেন সরাসরি কোম্পানি ও গ্রাহকের মধ্যে হয়।
- বর্তমান অনলাইনের যুগে ই-কমার্স সাইটগুলো যেমন- Amazon, Daraz বা Chaldal হলো B2C মডেলের উৎকৃষ্ট উদাহরণ।
- সাধারণ খুচরা দোকান বা সুপারশপগুলোও B2C এর অন্তর্ভুক্ত কারণ সেখানেও সরাসরি সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রয় করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions