Solution
Correct Answer: Option B
- B2C হলো একটি ব্যবসায়িক মডেল যার পূর্ণরূপ হলো 'Business to Consumer'।
- এই প্রক্রিয়ায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে।
- এতে কোনো পাইকারি বিক্রেতা বা মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হয় না, ফলে লেনদেন সরাসরি কোম্পানি ও গ্রাহকের মধ্যে হয়।
- বর্তমান অনলাইনের যুগে ই-কমার্স সাইটগুলো যেমন- Amazon, Daraz বা Chaldal হলো B2C মডেলের উৎকৃষ্ট উদাহরণ।
- সাধারণ খুচরা দোকান বা সুপারশপগুলোও B2C এর অন্তর্ভুক্ত কারণ সেখানেও সরাসরি সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রয় করা হয়।