LTE কোন প্রজন্মের মোবাইল প্রযুক্তি?

A তৃতীয় প্রজন্ম (3G)

B পঞ্চম প্রজন্ম (5G)

C চতুর্থ প্রজন্ম (4G)

D দ্বিতীয় প্রজন্ম (2G)

Solution

Correct Answer: Option C

- LTE-এর পূর্ণরূপ হলো Long Term Evolution।
- এটি মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির চতুর্থ প্রজন্মের (4G) অংশ।
- LTE প্রযুক্তির মাধ্যমে আগের প্রজন্মগুলোর তুলনায় অনেক দ্রুত ইন্টারনেট স্পিড, কম ল্যাটেন্সি (latency) এবং উন্নত ডেটা ট্রান্সফার ক্ষমতা পাওয়া যায়।
- অর্থাৎ, LTE প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা উচ্চগতির ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল ইত্যাদি সহজে করতে পারে।
- তাই, LTE = 4G মোবাইল প্রযুক্তি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions