A husband and wife have six married sons. Each of them has four children. The total number in the family is: 

A  32 

B  34 

C  36 

D  38 

Solution

Correct Answer: Option D

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি দম্পতির 6 জন বিবাহিত পুত্র সন্তান রয়েছে । প্রত্যেক সন্তানের 4 জন করে সন্তান রয়েছে । ঐ 

পরিবারে সদস্য সংখ্যা কত ? 

প্রথমে একজন দম্পতি অর্থাৎ দুইজন সদস্য থাকবে । এরপর তাদের 6 জন সন্তানের প্রত্যেকের 1 জন করে স্ত্রী রয়েছে । 

অর্থাৎ এ পর্যন্ত মোট সদস্য হবে = 2 + 6 + 6 = 14 জন । 

6 সন্তানের প্রত্যেকের 4 জন করে সন্তান থাকায় মোট সন্তান হবে = 4 \( \times \) 6 = 24 জন । 

অতএব, ঐ পরিবারের মোট সদস্য সংখ্যা হবে = 14 + 14 = 38 জন । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions