Solution
Correct Answer: Option D
Fulsome (অ্যাডজেক্টিভ) শব্দটির অর্থ হলো— আতিশয্যপূর্ণ, ন্যাকামিভরা বা অতিরিক্ত (বিশেষ করে প্রশংসা বা আবেগের ক্ষেত্রে)।
Smooth: মসৃণ।
Generous: উদার।
Liberal: মুক্তমনা বা দরাজ।
Excessive: অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত।
যেহেতু Fulsome দ্বারা কোনো কিছুর আতিশয্য বা বাড়াবাড়ি বোঝায়, তাই এর সঠিক সমার্থক শব্দ বা অর্থ হলো Excessive।