Correct Answer: Option D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস 'কপালকুণ্ডলা (১৮৬৬)। অরণ্যে কাপালিক পালিতা নারী ‘কপালকুণ্ডলা'কে ঘিরে এই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে। 'পথিক তুমি পথ হারাইয়াছ'- উক্তিটি কপালকুণ্ডলা নবকুমারকে উদ্দেশ্য করে বলেছে।
উপন্যাসটির অন্যান্য উল্লেখযোগ্য সংলাপ গুলো হলো
- প্রদীপ নিবিয়া গেল।
- তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions