Solution
Correct Answer: Option C
অ্যাবাকাস” হল সবচেয়ে পুরানো গণনা যন্ত্র । এটি মূলত আড়াআড়ি তারে ছোট গোলক বা পুঁতি লাগানো চারকোণা কাঠের একটি কাঠামো । ধারনা করা হয় খ্রিষ্টপূর্ব ৩০০০ সালে ব্যবিলিনে এটি আবিষ্কার হয়।
-চীনে অ্যাবাকাস সুয়ানপান নামে পরিচিত।
-জাপানে অ্যাবাকাস সরোবান নামে পরিচিত।
-রাশিয়ায় অ্যাবাকাস স্কেটিয়া নামে পরিচিত।