Solution
Correct Answer: Option B
- ফ্লপি এর ব্যবহার শুরু হয় প্রথম ১৯৭৩ সালে। এটি ডিসক্রিট নামে বহুল পরিচিত।
- প্রথমদিকে তৈরি ফ্লপি ডিস্ক গুলো দেখতে অনেকটা গানের রেকর্ডারের মতো ছিল। এই মেমোরি টি প্লাস্টিকের উপর চৌম্বক পদার্থের প্রলেপ দিয়ে তৈরি করা হতো।
- ফ্লপি ডিস্কগুলির ক্ষমতা এবং কর্মক্ষমতা খুবই সীমাবদ্ধ ছিল, একটি ফ্লপি ডিস্ক ডাটা ধারণের ক্ষমতা ছিল ১.৪৪ মেগাবাইট।
- তবে, ৯০-এর দশকে পেনড্রাইভ বাজারে আসে এবং ফ্লপি ডিস্ক এর স্থান দখল করে নেয়।