একটি ওয়েবসাইটে ফর্ম বা লগিন সাবমিট করার সময় CAPTCHA ব্যাবহারের কারণ কি?
A To enhance the website's SEO ranking
B To verify that the user is human and not a computer program
C To encrypt user data
D To track user activities on the website
Solution
Correct Answer: Option B
সম্পূর্ণ স্বয়ংক্রিভাবে মানুষ এবং কম্পিউটার এর মধ্যে পার্থক্য যাচাইকরণ প্রক্রিয়া হলো- Completely Automated Public Turning Test to Tell Computers and Humans Apart (CAPTCHA). ওয়েবসাইটের সুরক্ষার জন্য ও স্প্যামিং রোধ করার জন্য একজন মানুষ সহজেই CAPTCHA বুঝতে পারে, কিন্তু Robot তা পারে না।