A Ultra Large Scale Integration
B Under Lower Scale Integration
C Ultra Lower Scale Integration
D Under Large Scale Integration
Solution
Correct Answer: Option A
পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে সাধারণত ভবিষ্যতে যেসব অর্জন সম্ভব হবে তা বোঝায়।
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যঃ
১।কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার।
২। ULSI (Ultra Large Scale Integration) মাইক্রো প্রসেসরের ব্যবহার।
৩।ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং।
৪।মানুষের কন্ঠস্বর অনুধাবনকারী সিস্টেমের উদ্ভব।
৫।ইনপুট ও আউটপুট যন্ত্রের সীমাবদ্ধতা বিলোপ।
৬।সকল ধরনের রিসোর্স মেমোরি,প্রসেসিং ইত্যাদি এর অভূতপূর্ব উন্নতি।
৭।উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তৈরি।
৮।অত্যাধুনিক প্রযুক্তিসমূহের কম খরচে বাস্তবায়ন।
৯।কোয়ান্টাম সুপ্রিমেসি।
১০।ওপেন সোর্স প্রোগ্রামের ব্যবহার।