কোন প্রজন্মটিতে টাইমশেয়ারিং, রিয়েল টাইম, নেটওয়ার্ক ও বিতরণ করা অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছিল?
A প্রথম প্রজম্ম
B দ্বিতীয় প্রজম্ম
C তৃতীয় প্রজম্ম
D চতুর্থ প্রজম্ম
Solution
Correct Answer: Option D
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড (VLSI) সার্কিটের ব্যবহার। এই প্রজন্মে টাইমশেয়ারিং, রিয়েল টাইম প্রসেসিং, নেটওয়ার্ক এবং বিতরণ করা অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছিল।