Which of the following organization is responsible for certifying quality standards of goods produced in Bangladesh?
Solution
Correct Answer: Option B
১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের জারিকৃত অধ্যাদেশ ৩৭ এর মাধ্যমে Central Testing Laboratory এবং Bangladesh Standards Institution কে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠান হিসেবে Bangladesh Standards and Testing Institution প্রতিষ্ঠিত হয় ।
- পরবর্তীতে ১৯৯৫ সালে কৃষি পণ্য বিপণন ও শ্রেণীবিন্যাস পরিদপ্তরটির BSTI এর সঙ্গে একীভূত হয় । দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে BSTI এর মূল দায়িত্ব হচ্ছে দেশে উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষা ,সন্দ প্রদান ,মেট্রিক পদ্ধতির প্রচলন এবং জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা ।
- দেশের জরুরী প্রয়োজনে খাদ্য আমদানি ও বিতরণের লক্ষে ১৯৭২ সালে Trading Corporation of Bangladesh প্রতিষ্ঠা করা হয় ।
- শুল্ক কর আরোপ ও আদায় করার জন্য ১৯৭২ সালে National Revenue Board গঠিত হয় ।