“তখন রতন ধুলায় পড়িয়া তাঁহার পা জড়াইয়া কহিল, ‘দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না’ বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়ে গেল।” -উদ্ধৃতিতে অনুপস্থিত সেমিকোলন ও ড্যাসের সংখ্যা যথাক্রমে -
A ১টি : ১টি
B ২টি : ১টি
C ০টি : ১টি
D ১টি : ০টি
Solution
Correct Answer: Option A
শুদ্ধ বাক্য ঃ তখন রতন ধুলায় পড়িয়া তাহাঁর পা জড়াইয়া ধরিয়া কহিল,দাদাবাবু,তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি,আমাকে কিছু দিতে হবে না ;তোমার দুটি পায়ে পড়ি ,আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না ' - বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল