সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত '#' চিহ্নটিকে কী বলা হয়?
Solution
Correct Answer: Option D
- সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদিতে কোনো নির্দিষ্ট বিষয় বা ট্রেন্ডকে একত্রিত করার জন্য '#' চিহ্নটি ব্যবহার করা হয়।
- কোনো শব্দের আগে এই চিহ্নটি যুক্ত করলে তা একটি লিংকে পরিণত হয়, যা ব্যবহারকারীদের ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কিত সকল পোস্ট খুঁজে পেতে সাহায্য করে। একে "হ্যাশট্যাগ" বলা হয়।
- যেমন, #bangladesh লিখে সার্চ করলে বাংলাদেশ সম্পর্কিত পোস্টগুলো সহজেই পাওয়া যায়।