নিচের কোনটি 'Ransomware'-এর উদাহরণ, যা ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে এবং ডিক্রিপ্ট করার জন্য মুক্তিপণ দাবি করে?
A Spyware
B WannaCry
C Adware
D Trojan Horse
Solution
Correct Answer: Option B
- WannaCry হলো একটি কুখ্যাত র্যানসমওয়্যার (Ransomware) যা ২০১৭ সালে বিশ্বব্যাপী একটি বড় সাইবার আক্রমণের জন্য দায়ী ছিল।
- এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর কম্পিউটারে প্রবেশ করে গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে শক্তিশালী এনক্রিপশনের মাধ্যমে লক করে দেয়।
- এরপর ফাইলগুলো ফেরত পাওয়ার জন্য বা ডিক্রিপ্ট করার জন্য ব্যবহারকারীর কাছে বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে।