ইমেইলের মাধ্যমে ভুয়া লিঙ্ক পাঠিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড নম্বর, হাতিয়ে নেওয়ার প্রতারণামূলক চেষ্টাকে কী বলা হয়?
A Phishing
B Smishing
C Vishing
D Spoofing
Solution
Correct Answer: Option A
- ফিশিং (Phishing) হলো একটি সাইবার অ্যাটাক পদ্ধতি যেখানে আক্রমণকারী কোনো বিশ্বস্ত উৎস (যেমন: ব্যাংক, সোশ্যাল মিডিয়া বা কোনো পরিচিত কোম্পানি) সেজে ইমেইল, মেসেজ বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীকে প্রতারণা করার চেষ্টা করে।
- এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে ভুয়া লিঙ্কে ক্লিক করতে বা ব্যক্তিগত তথ্য (যেমন: ইউজারনেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের বিবরণ) প্রদান করতে প্রলুব্ধ করা।