Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
কম্পিউটার প্রিন্টার কী ধরনের ডিভাইস?

A আউটপুট

B স্টোরেজ

C ইনপুট

D মেমোরি

Solution

Correct Answer: Option A

• কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়। Computer-কে দেয়া এ তথ্যই হচ্ছে Input. Computer-কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে    Input device বলে। কয়েকটি Input device হলো: Keyboard, Mouse, Scanner, OMR, OCR, MICR, Microphone, Light pen etc.
• Input থেকে প্রাপ্ত ফলাফলকে Output বলে। আর যে সকল যন্ত্রের সাহায্যে Input এর Output পাওয়া যায় তাকে Output device বলে। কয়েকটি Output device হলো Projector, Monitor, Printer ও Speaker.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions