LAN কার্ডের অপর নাম কী?

A Network Interface Card

B Internet Card

C Modem

D Net Connection

Solution

Correct Answer: Option A

Network Interface Card:
- লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হার্ডওয়্যার এমন হতে হবে যার দ্বরা একাধিক কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপন করা যায়।
- লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজটি দুই ধরনের হার্ডওয়্যার দিতে হতে পারে।
- যদি নেটওয়ার্কিং-এর কাজটি তার দ্বারা হয় তবে সেজন্য ব্যবহার করা হয় একটি Network Interface Card.
- কম্পিউটারের সিস্টেম ইউনিটের ভিতরে কার্ডটি স্থাপন করা হয়ে থাকে।
- মাদারবোর্ডের এক্সপানশন স্লটে কার্ডটি স্থাপন করতে হয়।
- এই কার্ডটিকে তারের সাথে সংযোগ দেয়া হয়।
- সাধারণত কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপতির সাথে সংযোগ দেবার জন্য হাব ব্যবহার করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions