Solution
Correct Answer: Option A
• এভাস্ট একটি জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার।
• ম্যাক্রো হলো একধরণের ভাইরাস যা Microsoft Word-এর মতো অ্যাপ্লিকেশনের ম্যাক্রো ভাষা ব্যবহার করে ছড়িয়ে পড়ে।
• মেলিসা হলো একধরণের ভাইরাস যা ইমেইলের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
• চেরোনোবিল হলো একধরণের ভাইরাস যা কম্পিউটারের হার্ড ড্রাইভের ডেটা নষ্ট করে।