কোনটি এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে? 

A মনিটর 

B সিপিইউ 

C মাদারবোর্ড 

D মাউস 

Solution

Correct Answer: Option B

- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস হিসেবে আখ্যায়িত করা হয়।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions