রহমান সাহেব তার ফল বাগান থেকে ১৫৯টি পেয়ারা, ২২৭টি নারকেল ও ৪০১টি জলপাই পেড়ে কয়েকজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে ৩টি পেয়ারা, ৬টি নারকেল ও ১১টি জলপাই অবশিষ্ট থাকে । সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে ফলগুলো সমনভাবে ভাগ করে দেয়া যাবে ?
Correct Answer: Option C
Solution:
১৫৯ - ৩ = ১৫৬ পেয়ারা
২২৭ - ৬ = ২২১ নারকেল
৪০১ - ১১ = ৩৯০ জলপাই
১৫৬, ২২১ এবং ৩৯০ এর গ. সা. গু. হবে এর উত্তর
১৫৬) ২২১ (১
১৫৬
____________
৬৫) ১৫৬ (১
১৩০
_____________
২৬ ) ৬৫ (২
৫২
____________
১৩ ) ২৬ (২
২৬
____________
০
১৩) ৩৯০ (৩০
৩৯
_____________
০
______________
০
________________
০
অথবা, ১৫৬ = ২ \( \times \) ২ \( \times \) ৩ \( \times \) ১৩
২২১ = ১৩ \( \times \) ১৭
৩৯০ = ২ \( \times \) ৩ \( \times \) ৫ \( \times \) ১৩
নির্ণেয় গ. সা. গু. ১৩
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions