একজন ফল বিক্রেতার পরিবহনের সময় মোট ফলের ১০% এবং গুদামজাতকরণের সময় মোট ফলের ১০% নষ্ট হয়ে যায় । সে যদি ৬৪০ কেজি আম কিনে আনে তবে তার মোট কত কেজি আম পরিবনেরসময় এবং গুদামজাতকরনের সময় নিষ্ট হয়েছিল ? 

A  ৬৩ 

B  ৭০ 

C  ১২৮ 

D  ১৪০ 

Solution

Correct Answer: Option C

Solution: 

পরিবহণ ও গুদামজাতকরণের সময় নষ্ট হয় = (১০ + ১০)% = ২০% 

    ১০০ কেজিতে নষ্ট হয় = ২০ কেজি 

   ৬৪০ কেজিতে নষ্ট হয় = \(\frac{{640 \times 20}}{{100}}\) = ১২৮ কেজি 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions