কম্পিউটারের প্রাণ বলা হয়?

A CPU

B Software 

C Microprocessor 

D ALU

Solution

Correct Answer: Option B

ম্পিউটার সিস্টেমে প্রধান অংশ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।

✔ কোনো কম্পিউটার ব্যবস্থায় সকল ভৌত যন্ত্রপাতি ও ডিভাইস, কী বোর্ড, প্রিন্টার, মনিটর অর্থাৎ মেকানিক্যাল ডিভাইসকে হার্ডওয়্যার বলে। এটি তিন ভাগে বিভক্ত-
  ১. সিপিইউ
  ২. ইনপুট ডিভাইস
  ৩. আউটপুট ডিভাইস।

✔ সফটওয়্যার হল কিছু প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কে নির্দেশ করে কি করতে হবে ও বা কিভাবে করতে হবে সেটা বলে দেই,
   তাকেই  সফটওয়্যার বলে। সফটওয়্যার হল কম্পিউটারের প্রাণ।
কম্পিউটার সফটওয়্যার হলো তিন প্রকার । যেমনঃ
  ১। সিস্টেম সফটওয়্যার
  ২। এপ্লিকেশন সফটওয়্যার
  ৩। প্রোগ্রামিং

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions