কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি?
A ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ
B হাই লেভেল ল্যাঙ্গুয়েজ
C অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ
D মেশিন ল্যাঙ্গুয়েজ
Solution
Correct Answer: Option D
মেশিনের (যান্ত্রিক) ভাষা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিনের ভাষায় ০ ও ১ এই দুটি বাইনারি অঙ্ক ব্যবহার করা হয়। কম্পিউটার একমাত্র মেশিনের ভাষাই বুঝতে পারে, অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে।