How many times in a day, are the hands of a clock in straight line but opposite in direction ? 

A  11 

B  22 

C  24 

D  48 

Solution

Correct Answer: Option B

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, একদিন বা ২৪ ঘন্টায় একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টায় কাঁটা কতবার সরল রেখায় আসে অর্থাৎ 

একে অন্যের বিপরীত দিকে থাকে । যখন ৬টা বাজে তখন মিনিটের কাঁটা ১২ টা বরাবর এবং ঘন্টার কাঁটা ৬ টা বরাবর 

আসে এছাড়া আর কখনই এমনটা হয় না । যখন ১২টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের উপরের দিকে 

থাকে শুন্য ডিগ্রিতে । তারপর পরের ১২ ঘন্টায় ১১ বার সরল রেখায় আসে । তাহলে ২৪ ঘন্টায় এরকম হয় ২২ বার । 

              24 ঘন্টায় 

            ঘড়ির দুটি কাঁটা        


     একসাথে (Coincide) বা একে অন্যের উপরে থাকবে অর্থাৎ 0 কোণ । যেমনঃ ১২ টা ।                       22 বার        

  Straight বা একে অন্যের উল্টাদিকে থাকবে অর্থাৎ 180 কোণ । যেমনঃ ৬ টা । 

 এক সমকোণ বা Right angle এ থাকবে । যেমনঃ ৩টা । 
           44 বার 
 Acute বা Obtuse অর্থাৎ সূক্ষ্ম বা স্থুলকোণ থাকবে (২টা বা ৫টা ) 

 ঘড়ির কাঁটা একদিনে অর্থাৎ 24 ঘন্টায় মোট কত বার Straight line অর্থাৎ একটা আরেকটার উল্টা দিকে থাকবে । 

এখানে Straight বা একে অন্যের উল্টাদিকে থাকবে মানে হলোঃ 180 কোণ । যেমনঃ ৬টা । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions