Solution
Correct Answer: Option A
• কম্পিউটার সফটওয়্যার-এর নির্দেশনায় চলে।
• সফটওয়্যার হলো কম্পিউটারের নির্দেশাবলীর সেট যা কম্পিউটারকে কি করতে হবে তা বলে।
• সফটওয়্যার ছাড়া কম্পিউটার কিছুই করতে পারে না।
• হার্ডওয়্যার কম্পিউটারের শারীরিক অংশ, যেমন: প্রসেসর, মেমরি, ডিস্ক, ইত্যাদি।
• ডাটা ফ্লো হলো কম্পিউটারের মধ্যে ডেটার প্রবাহের প্রক্রিয়া।
• প্রসেসর হলো কম্পিউটারের মূল অংশ যা গণনা করে এবং নির্দেশাবলী বাস্তবায়ন করে।