Solution
Correct Answer: Option C
- Non-volatile মেমোরি হলো এমন ধরনের মেমোরি যা বিদ্যুৎ সরানো হলেও তার তথ্য সংরক্ষিত থাকে।
- এর মানে হল, বিদ্যুৎ বন্ধ করার পরও ডেটা মুছে যায় না।
- SRAM (Static RAM) এবং DRAM (Dynamic RAM) উভয়ই volatile মেমোরি, কারণ এরা বিদ্যুৎ বন্ধ হলে তাদের তথ্য হারিয়ে ফেলে।
- ROM (Read-Only Memory) হলো non-volatile মেমোরি, কারণ এটি বিদ্যুৎ বন্ধ হলেও এর মধ্যে সংরক্ষিত ডেটা অপরিবর্তিত থাকে এবং মুছে যায় না।
অতএব, সঠিক উত্তর হলো ROM।