কে সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিস্কার করেন?
Solution
Correct Answer: Option D
- Vital Information Resources Under Seize (VIRUS) এক ধরনের প্রোগ্রাম (Software) যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে।
- এই Program কিছু নির্দেশ বহন করে যা Computer এর CPU কর্তৃক গ্রহণ করে Computer-কে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- ১৯৭১ সালে বব থমাস প্রথম Computer Virus তৈরি করেন আর ১৯৮৩ সালে ফ্রেডরিক কোহেন Virus নামকরণ করেন।