ভিডিও সত্যতা যাচাই করার জন্য নিম্নলিখিত কোন ওয়েবসাইটটি ব্যবহার করা হয়?
A Google Image
B Bing Image
C Twitter
D InVID
Solution
Correct Answer: Option D
- InVID হল একটি ওপেন-সোর্স ভিডিও ভেরিফিকেশন টুল যা ভুয়া খবর ও ভিডিও চিহ্নিত করতে সাহায্য করে।
- এটি ব্যবহারকারীদের ভিডিওর মূল উৎস খুঁজে পেতে, কীফ্রেম বিশ্লেষণ করতে এবং ভিডিওতে ম্যানিপুলেশন সনাক্ত করতে সহায়তা করে।
তথ্যসূত্রঃ মাধ্যমিক বোর্ড বই।