If the area of a square increases by 69%, then side of the square increases by-
Correct Answer: Option C
Solution:
অনুবাদঃ যদি কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 69% বৃদ্ধি পায় তাহলে বর্গক্ষেত্রের এক বাহু কত বৃদ্ধি পায় ?
ধরি, Original ক্ষেত্রফল = 100 = 102
Original বাহু = 10
ক্ষেত্রফল 69% বাড়লে নতুন ক্ষেত্রফল = \(100 + (100 \times \frac{{69}}{{100}})\) = 169
ধরি, বাহু বাড়ে x%
নতুন বাহুর দৈর্ঘ্য = 10 + 10 \( \times \) x% = 10 + \((10 \times \frac{x}{{100}}) = 10 + \frac{x}{{10}}\)
নতুন ক্ষেত্রফল = \({(10 + \frac{x}{{10}})^{2\;}}\)
প্রশ্নমতে, \({(10 + \frac{x}{{10}})^{2\;}}\) = 169
=> \({(10 + \frac{x}{{10}})^{2\;}}\) = 132 => 10 + x/10 = 13
=> x/10 = 3 x = 30
বাহু বাড়বে = x% = 30%
Alternative:
পাঠক, Back solve এর মাধ্যমে অঙ্কটির সমাধান করা হলো । ধরে নেয়া হলো 30% বাহু বৃদ্ধি পাবে ।
ধরি, বাহুর দৈর্ঘ্য 100
ক্ষেত্রফল = 1002 = 10,000 বর্গমিটার
এখন 30% বৃদ্ধি বাহুর দৈর্ঘ্য হবে = 100 + 30 = 130 মিটার
ক্ষেত্রফল = 1302 = 16,900 বর্গমিটার
ক্ষেত্রফল বৃদ্ধি পায় = 16,900 - 10,000 = 6,900 বর্গমিটার
10,000 বর্গমিটার বৃদ্ধি পায় = 6,900 বর্গমিটার
100 বর্গমিটার বৃদ্ধি পায় = \(\frac{{6900 \times 100}}{{10000}}\) = 69% বঃ মিঃ
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions