হাইপার লিংকের কাজ -

A এক ওয়েবের সাথে অন্য ওয়েবপেজের সংযোগ

B দুই ব্যক্তির মধ্যে সংযোগ

C এক টেক্সটের সাথে অন্য টেক্সটের সংযোগ

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

- হাইপারলিংক (ইংরেজি: Hyperlink) হল উপাত্তের একটি রেফারেন্স বা ইঙ্গিত যা পাঠক সরাসরি ক্লিক করে বা মাউস রাখার দ্বারা অনুসরণ করতে পারে।
- একটি নথির একটি সম্পূর্ণ নথিতে অথবা একটি নির্দিষ্ট উপাদানে একটি হাইপারলিংক পয়েন্ট করে।
- হাইপারটেক্সট হল লেখাসহ হাইপারলিংক।
- হাইপার লিংকের কাজ এক টেক্সটের সাথে অন্য টেক্সটের সংযোগ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions