কিসের উপর হাবের ক্ষমতা নির্ভর করে?

A কম্পিউটারের ইন্টারনেটের গতির উপর 

B কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উপর 

C কম্পিউটারের সংযোগ সংখ্যার উপর

D কম্পিউটারের র‍্যামের উপর 

Solution

Correct Answer: Option C

- কম্পিউটার নেটওয়ার্কভুক্ত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী ডিভাইসকে হাব বলে।
- এর মাধ্যমে কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত থাকে।
- এর পোর্টের সংখ্যার উপর নির্ভর করে কতগুলো কম্পিউটার সংযোগ দেওয়া যাবে।
- কম্পিউটারের সংযোগ সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions