যে লজিক গেইটের Output `0' হবে যদি তার Input দুটি সমান হয়, কোনটি?
A NAND
B NOR
C x-OR
D X-NOR
Solution
Correct Answer: Option C
- X - OR গেটে ইনপুট যদি 1,1 হয় অর্থাৎ দুটি ইনপুটই যদি 1 হয় হবে আউটপুট 0 বা ∅ হবে।
- যদি দুটি ইনপুটই 0 হয় তবে আউটপুট ও 0 বা ∅ হবে।