বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট চালুর বছর -

A ১৯৯৫

B ১৯৯৬

C ১৯৬৯

D ১৯৭১

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৫ সালে।
- বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট স্থাপন করা হয় এবং আই. এস. এন নামক একটি আইএসপি-র মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions