Solution
Correct Answer: Option D
- কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে ডেটা আদান-প্রদানের পথকে 'বাস' (Bus) বলা হয়।
- এই বাসের ডেটা ট্রান্সফারের হারকে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দিয়ে মাপা হয়।
- ফ্রিকোয়েন্সির একক হলো হার্টজ (Hertz), যা প্রতি সেকেন্ডে সম্পন্ন হওয়া চক্রের সংখ্যা বোঝায়।
- তাই বাসের গতি কিলোহার্টজ (KHz), মেগাহার্টজ (MHz) বা গিগাহার্টজ (GHz) এককে প্রকাশ করা হয়।