ওসিআর ইমেজকে ট্রান্সলেট করে কোন কোড দিয়ে?

A বাইনারি কোড

B অ্যাসকি কোড

C ইবিসিডি কোড

D বিসিডি কোড

Solution

Correct Answer: Option B

• OCR-এর পুর্ণরূপ হলো Optical Character Reader।
• এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
• সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সবধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
• ওসিআর হাতের লেখা, টাইপ করা লেখা অথবা প্রিন্ট করা লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তরিত করে।
• OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
• OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
• বাংলা ভাষার ওসিআর এখনোও তেমন উন্নত হয়নি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions