11001 এর 1's complement কোনটি?
A 00111
B 00110
C 00010
D 01110
Solution
Correct Answer: Option B
- বাইনারি সংখ্যায়, ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) করা হয়।
- সেই হিসেবে '11001' এর ১ এর পরিপূরক হবে '00110'