Solution
Correct Answer: Option B
কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিট (bit) অর্থাৎ অংককে উল্টে দিলে যে সংখ্যা পাওয়া যায়, তাকে ওই সংখ্যার ১ এর পরিপূরক বা 1's complement বলে। এক্ষেত্রে, যদি বিটটি ১ থাকে, তবে তার পরিবর্তে ০ বসাতে হবে এবং ০ থাকলে তার পরিবর্তে ১ বসাতে হবে।
প্রদত্ত সংখ্যাটি: 11001
এখন, সংখ্যাটির প্রতিটি বিটকে উল্টে পাই—
১ম বিট (বামদিক থেকে): 1 ➜ 0
২য় বিট: 1 ➜ 0
৩য় বিট: 0 ➜ 1
৪র্থ বিট: 0 ➜ 1
৫ম বিট: 1 ➜ 0
সুতরাং, 11001 এর 1's complement হবে 00110।
শর্টকাট টেকনিক:
প্রশ্নে যেই বাইনারি সংখ্যাটি দেওয়া থাকবে, তার ঠিক নিচে উল্টো সংখ্যাগুলো লিখুন। মানে,
১ থাকলে ০;
০ থাকলে ১।
$$
\begin{array}{c c c c c}
1 & 1 & 0 & 0 & 1 \\
\downarrow & \downarrow & \downarrow & \downarrow & \downarrow \\
\mathbf{0} & \mathbf{0} & \mathbf{1} & \mathbf{1} & \mathbf{0}
\end{array}
$$