প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট 'ইউনিমেট' তৈরি করেন কে?

A জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ

B জর্জ চার্লস ডেভল

C কেনেথ এইচ ওলসেন

D আইজাক অসিমভ

Solution

Correct Answer: Option B

- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions