লগারিদমের প্রবর্তক কে?

A আইস্টাইন

B নিউটন

C বেঞ্জামিন ফ্রাংকলিন

D জন নেপিয়ার

Solution

Correct Answer: Option D

⇒ জন নেপিয়ার (John Napier) ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত গণিতবিদ, পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী। তাকেই লগারিদমের জনক বা প্রবর্তক বলা হয়
⇒ ১৬১৪ সালে তিনি সর্বপ্রথম লগারিদম (Logarithm) পদ্ধতি উদ্ভাবন করেন এবং তাঁর রচিত 'Mirifici Logarithmorum Canonis Descriptio' নামক গ্রন্থে এই তত্ত্ব প্রকাশ করেন।
⇒ প্রাচীনকালে জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞানের গবেষণায় বিশাল বিশাল সংখ্যার গুণ ও ভাগ করা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও জটিল। জন নেপিয়ার এই জটিল গণনাকে সহজ করার লক্ষ্যে লগারিদম আবিষ্কার করেন, যার মাধ্যমে গুণকে যোগে এবং ভাগকে বিয়োগে রূপান্তর করে খুব দ্রুত সমাধান করা সম্ভব হয়।
⇒ ‘Logarithm’ শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Logos’ (যার অর্থ অনুপাত বা Ratio) এবং ‘Arithmos’ (যার অর্থ সংখ্যা বা Number) এর সমন্বয়ে গঠিত।

অতিরিক্ত তথ্য: জন নেপিয়ার মূলত প্রাকৃতিক লগারিদমের ধারণার ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে তাঁর সহযোগী ইংরেজ গণিতবিদ হেনরি ব্রিগস (Henry Briggs) ১০ ভিত্তিক (Base 10) বা ব্যবহারিক লগারিদমের প্রচলন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions