Solution
Correct Answer: Option D
⇒ জন নেপিয়ার (John Napier) ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত গণিতবিদ, পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী। তাকেই লগারিদমের জনক বা প্রবর্তক বলা হয়।
⇒ ১৬১৪ সালে তিনি সর্বপ্রথম লগারিদম (Logarithm) পদ্ধতি উদ্ভাবন করেন এবং তাঁর রচিত 'Mirifici Logarithmorum Canonis Descriptio' নামক গ্রন্থে এই তত্ত্ব প্রকাশ করেন।
⇒ প্রাচীনকালে জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞানের গবেষণায় বিশাল বিশাল সংখ্যার গুণ ও ভাগ করা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও জটিল। জন নেপিয়ার এই জটিল গণনাকে সহজ করার লক্ষ্যে লগারিদম আবিষ্কার করেন, যার মাধ্যমে গুণকে যোগে এবং ভাগকে বিয়োগে রূপান্তর করে খুব দ্রুত সমাধান করা সম্ভব হয়।
⇒ ‘Logarithm’ শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Logos’ (যার অর্থ অনুপাত বা Ratio) এবং ‘Arithmos’ (যার অর্থ সংখ্যা বা Number) এর সমন্বয়ে গঠিত।
⇒ অতিরিক্ত তথ্য: জন নেপিয়ার মূলত প্রাকৃতিক লগারিদমের ধারণার ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে তাঁর সহযোগী ইংরেজ গণিতবিদ হেনরি ব্রিগস (Henry Briggs) ১০ ভিত্তিক (Base 10) বা ব্যবহারিক লগারিদমের প্রচলন করেন।